25 C
Dhaka
Thursday, October 2, 2025

সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ডেস্ক রিপোর্ট :::

সরকারে নতুন যুক্ত হওয়া সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাশুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে সাত প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানের পরপরেই দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে অর্থমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার।

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ক্ষমতাসীন দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া সুলতানা।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। সংরক্ষিত আসন থেকে টানা দ্বিতীয়বার এমপি হওয়া নাহিদ ইজাহার খান পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব এতোদিন প্রধানমন্ত্রীর হাতে ছিল। দপ্তর পুনর্বণ্টনে এখন প্রধানমন্ত্রীর হাতে থাকল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর