নিজস্ব প্রতিবেদক
জাতীয় দৈনিক এইবাংলা প্রত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতাবেন দেশি সংগীত ও অভিনয় শিল্পীরা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের ২য় তলার মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠানে ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা মোসুমী, চিত্রনায়ক ডিএতায়েব, চিত্রনায়িকা শাহনুর এবং অভিনয় শিল্পী সিদ্দিকুর রহমানসহ আরও অনেকের থাকার কথা রয়েছে।
দৈনিক এইবাংলা প্রত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. আনোয়ার হোসেন সাংস্কৃতিক অনুষ্ঠানটির ম্যানেজমেন্টটি ক-অর্ডিনেট করছেন। এবং এতে অনুষ্ঠানটি পরিচালনা করবেন মো. জসিম উদ্দিন।
মো. আনোয়ার হোসেন বলেন, অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা মোসুমী, চিত্রনায়ক ডিএতায়েব, চিত্রনায়িকা শাহনুর এবং অভিনয় শিল্পী সিদ্দিকুর রহমান, সংগীত শিল্পী চায়না রানী, স্বর্ণালী স্বর্ণা, মনিষা, জুলি, মোসুমী, মডেল নাহারসহ আরও অনেকে।
উল্লেখ্য, ’অদম্য লড়ায়ে এগার বছর’ সামনে রেখে নানা আনুষ্ঠানিকতায় শুক্রবার (২৩ জানুয়ারি) উদযাপিত হবে দৈনিক এইবাংলা প্রত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এই বাংলা/এমপি