আল আমিন,নাটোর প্রতিনিধি:-
নাটোরের সিংড়ায় বিএডিসির ৭ কিলোমিটার খাল দখল মুক্ত করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বাধার মুখে পড়েছেন। বাধা দেয়ায় ৪ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত পরে খাল দখল মুক্ত করে সংশ্লিষ্টরা।
গতকাল দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।উপজেলা নির্বার্হী কর্মকর্তা মাহমুদা খাতুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন দখলকৃত খালের স্থানে গেলে দখলদাররা লাঠি নিয়ে নিয়ে বাধা দেয়। পরে ভ্রাম্যমান আদালত ৪ জনকে গ্রেফতার করে দখল হওয়া ৭ কিলোমিটার খাল দখল মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, মসজিদের নামে খাল গুলো অবৈধ্যভাবে লিজ দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয় হবে।
আর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, খাল উদ্ধার করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারা। সরকারী কাজে বাধা ও খাল দখলের অভিযোগে সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।অভিযুক্তদের বিরুদ্ধে মৎস্য আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।