24.5 C
Dhaka
Friday, October 3, 2025

গাড়ির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

আরও পড়ুন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় গাড়ির ধাক্কায় লাকী আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত লাকি আক্তার উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগুরিয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। তিনি মদন আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা গোবিন্দশ্রী এলাকায় বাজারের পাশে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটো রিক্সার জন্য অপেক্ষা করছিলেন লাকি আক্তারসহ তিন জন। এসময় মদন থেকে ছেড়ে আসা পল্লী বিদ্যুতের খুটির সহি হেনটলি গাড়ি চাকা কলেজ ছাত্রীর উপর দিয়ে চলে যায়। এতে করে কলেজ ছাত্রী লাকি আক্তার গুরুতর আহত হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মদন থানা ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, আমি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি, আইনি প্রক্রিয়াধীন ব্যবস্থা চলছে।

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর