25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

সনি’র সংসদে যাওয়া ঠেকাতে সাইফুদ্দিন মাইজভান্ডারীর মামলা

আরও পড়ুন

তানভীর আহমেদ, চট্টগ্রাম :::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে- হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্রগ্রাম -২ (ফটিকছড়ি) আসনের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী ‘খাদিজাতুল আনোয়ার সনি’র সংসদ সদস্য পদ বাতিল ও পুন:নির্বাচনের জন্য বাদী হয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী পার্থী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ।

এই ব্যাপারে জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট শাহ্ আলম অভি বলেন, নির্বাচনী হলফনামায় খেলাপী ঋণ সংক্রান্ত অর্থঋণ আদালতের মামলাসহ হলফনামায় ৮ টি ব্যাংক ঋণের তথ্য গোপন করে প্রতারনামুলক ভাবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার সনি। মামলাটি আজ রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিচারপতি ফাতেমা নজিব (কোর্ট নং এনেক্স-২৪) এর এজলাসে শুনানী শেষে, বিচারক মামলাটি আমলে গ্রহন করে বিশেষ পত্র বাহকের মাধ্যমে যথাদ্রুত পূর্নাঙ্গ শুনানীর জন্য আদেশ প্রদান করেন। আগামী ২/৩ সপ্তাহের মধ্যে মামলাটির পূর্নাঙ্গ শুনানী হবে বলে ।

তিনি আরো বলেন, হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপন করায় বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি সংসদ সদস্য পদে থাকার অযোগ্য। সংবিধান ও আরপিও অনুসারে যথা নিয়মে মামলাটি করা হয়েছ। তিনি বাদীর পক্ষে উক্ত আসনের বিজয়ী প্রার্থীর সংসদ সদস্য পদ বাতিল করে নতুন নির্বাচনের দাবী করেন।

উল্লেখ্য, খাদিজাতুল আনোয়ার সনি ফটিকছড়ি আসনের আওয়ামী লীগের সাবেক  সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের কন্যা । একাদশ জাতীয় সংসদে তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারি ফলে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। এক লাখ ৬৮৫ ভোট পেয়ে জয়ী হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর