24 C
Dhaka
Friday, October 3, 2025

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

আরও পড়ুন

যশোর প্রতিনিধি

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেছেন, ‘যশোরে পুলিশের বিশেষ অভিযান চলছে। আমাদের এই অভিযান জনগণের জানমালের নিরাপত্তার জন্য।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ সুপার আরও বলেন, ‘এই অভিযান কোন ব্যক্তি বা পেশার বিরুদ্ধে না। যশোরকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত রাখার লক্ষ্যে। চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে। এসব মুক্ত থাকলে যশোরের জনগণ ও পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকার পাশাপাশি এদের মদতদাতাদেরও আইনের আওতায় আনা হবে।

এসময় প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসাইন, যশোর ডিএসবি র ইনচার্জ ইন্সপেক্টর মামুন খান, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার ও যশোরে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর