26.3 C
Dhaka
Friday, October 3, 2025

পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা শুরু

আরও পড়ুন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ৯৯তম সালানা জলসা (বার্ষিক সম্মেলন) শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জলসা থেকে এ সালানা জলসা শুরু হয়।

কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কাদিয়ানীদের সালানা জলসাকে কেন্দ্র করে কয়েক হাজার পুলিশ , বিজিবি ও র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা শহরসহ সদর উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ সদস্যরা অবস্থান করায় জেলা প্রশাসন ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

পঞ্চগড় শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়াদের সীমানাপ্রাচীর ঘেরা নিজস্ব জলসা মাঠে ২৩ , ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তিন দিন সালানা জলসা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিরাপত্তার স্বার্থে জলসার সময় এগিয়ে আনা হয়েছে ।

গেল বছরের ২ থেকে ৪ ই-মার্চ ৯৮তম সালানা জলসা ঘিরে শহরে ব্যপক সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় আহমদিয়াদের ওপর হামলা ও তাঁদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং দুজন নিহত হন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর ৩২টি মামলায় ১৪ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়।

এবারও জলসা বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন । এবং গেল শুক্রবার পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে । এই অবস্থায় জলসা ঘিরে প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢেকেছে পুরো পঞ্চগড়। আহম্মদনগর এলাকাসহ শহরের প্রতিটি আবাসিক হোটেল, মসজিদের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বুধবার থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, এবার সালানা জলসাকে কেন্দ্র করে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছেন । আহমদিয়াদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জলসা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি নিরাপত্তার দায়িত্বে আছে ।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘গত বছরের ঘটনাকে কেন্দ্র করে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। আহমদিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর