25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

শেখ হাসিনার কৌশলের কারণে যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় নি – কৃষিমন্ত্রী

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক ::

কৃষিমন্ত্রী আবদুস শহীদ বলেছেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র স্যাংশন দিতে ব্যর্থ হয়েছে।

কৃষিবিদ দিবস উপলক্ষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জানতেন তিনি নির্বাচিত হবেন। কিন্তু চেয়েছেন দেশের মানুষ ভোট দিক। তাই স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আর এই কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র স্যাংশন দিতে পারল না।’

যারা স্যাংশন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আটকে দেয়ার চেষ্টা করছেন তাদের এই দেশের মানুষ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে বলেও দাবি করেন আব্দুস শহীদ।

কৃষিবিদ দিবস উপলক্ষে মন্ত্রী বলেন, ‘কৃষকের উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে। দেশের মানুষের খাবারের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির পরিকল্পনা করতে হবে।’

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নানা ষড়যন্ত্রের সঙ্গে মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আজ শেখ হাসিনা আবারও সরকার গঠন করেছেন। যারা নির্বাচন বানচালের চেষ্টা করেছে, তাদের অনেকেই দেশকে এগিয়ে নিতে এক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।’

‘আমাদের আর বুদ্ধি ভিক্ষা নিতে হয় না, আমাদের কারও সহায়তা লাগে না। আমরা কতটা সক্ষম আর দায়িত্বশীল তা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করেছি। বিরোধীরা বার বার ব্যর্থ হচ্ছে। যখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তখন তারা নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের প্রতিহত করে আমাদের অনেক দূর যেতে হবে,’ যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর