25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার

আরও পড়ুন

:::আল আমিন,নাটোর প্রতিনিধি:-

নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তল, গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আব্বাস আলী (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্বাসের নামে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আব্বাস চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজশাহী থেকে আঁচল পরিবহনের একটি বাসে ঢাকায় যাচ্ছিলেন। পথে কাছিকাটা টোলপ্লাজায় পুলিশি তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তর, ছয় রাউন্ড গুলিসহ দুইটি ম্যাগাজিন পাওয়া যায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আব্বাস নামের এক ব্যক্তি অবৈধ অস্ত্র বহন করছেন।

গুরুদাসপুর-সিংড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আখতারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আব্বাসকে তিনি একান্তে জিজ্ঞাসাবাদ করেছেন। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর