নড়াইল প্রতিনিধি
নড়াইলে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে নড়াইল জেলার সদর থানাধীন ভাদুলিডাঙ্গা গ্রামের হরিচাঁদ দাসের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাঁদের থেকে আটশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এই বাংলা/এমপি