25 C
Dhaka
Thursday, October 2, 2025

চোরাই কাপড়সহ ২ জন আটক

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক

চোরাই কাপড়ের ২৩৩ রোলসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগ। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এসময় চোরাই কাপড় পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান ও আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. বাহাদুর (২৬) ও মো. আলী জোহার (২৪)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগ সূত্র।

ডিবির স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বন্দর থানার নতুন পোর্ট মার্কেটের এলাকা থেকে ২৩৩টি বিভিন্ন রংয়ের চোরাই কাপড়ের রোল উদ্ধার করেছে। এসময় ২টি কাভার্ড ভ্যানসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বন্দর দিয়ে আমদানীকৃত কাপড়ের এসব রোল ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হলে তারা চুরি করে টেরীবাজার ও ঢাকার পার্টির নিকট বিক্রি করে দেয়। এদের সঙ্গে কয়েকটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর