নিজস্ব প্রতিবেদক :::
অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এক আদেশ তাকে দুদকে বদলি করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়েছে। খোরশেদা ইয়াসমীন বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে (সওব্য) কর্মরত রয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
দুদকে এখন সচিব হিসেবে মাহবুব হোসেন কর্মরত রয়েছেন। তিনি ২০২২ সালের ৩ ডিসেম্বর দুদকের দায়িত্বভার গ্রহণ করেন। মাহবুব হোসেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন।পৃথক প্রজ্ঞাপনে মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
এদিকে, খোরশেদা ইয়াসমীন, দুর্নীতি দমন কমিশনে সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় দুদক সার্ভিস এসোসিয়েশন (ডুসা)’র পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক বিবৃতিতে ডুসার পক্ষ থেকে বলা হয়, নতুন পদায়নকৃত সচিব জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং কল্যাণ রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায় দুর্নীতি নামক বিষবৃক্ষের মূলোৎপাটনে দুদকের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ডুসা বিশ্বাস করে। বিবৃতিতে ডুসার নেতৃবৃন্দ দুদকের বর্তমান ও বিদায়ী সচিব মো: মাহবুব হোসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়িত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ।
বিবৃতিতে বলা হয়, তিনি দুদক সচিব হিসেবে দুদক কর্মকর্তা ও কর্মচারীগণের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দুদকের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী দুদকের মিশন-ভিশন বাস্তবায়নে তিনি ডুসা নেতৃবৃন্দকে কাজে লাগিয়ে যে সকল কর্মসূচী গ্রহণ করেছেন তা শতভাগ সফল। প্রথম প্রধান উপদেষ্টা হিসেবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) ও এর সদস্যদের কল্যানে যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে; বলা হয় বিবৃতিতে।