সাতক্ষীরা প্রতিনিধি
বিজিবি’র বিশেষ অভিযানে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুটিবাড়ি সীমান্তে ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের এটি জব্দ করেন।
লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, গোপন খবরের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাঁকডাঙা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবি সদস্যরা কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের দিকে পায়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে চ্যাল্জে করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক জব্দ করা হয়। আটককৃত মাদকের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এই বাংলা/এমপি