নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া থানার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের আকছির মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন- শামীম হোসেন (২৭)।
বুধবার (৩১ জানুয়ারি) দিন গত রাতে যাদবপুর গ্রামস্থ আকছির মেম্বারের বাড়ি সংলগ্ন শামীমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসামির বাসা হতে ৫০০ গ্রাম গাজার জব্দ করা হয়েছে।
কালিয়া থানা অফিসার ইন চার্জ মেহেদী হাসান জানান, আসামিকে সকালে কোর্ট এ পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে কারোর সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হবে। মাদকের বিরুদ্ধে তাদের অভিজান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমপি