25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে পথ বইমেলা অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

‘লেখক পাঠক বই, একত্রিত হই’-এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় পত্রিকা দৈনিক প্রান্তজন এর আয়োজনে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্টিত হয়েছে। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শ্লিট ও চকের মাধ্যমে ক্ষুদে শিশুদের হাতেখড়ি মধ্য দিয়ে অনুষ্টানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাবে। মুক্তচিন্তা, মেধাভিত্তিক দেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই। বইমেলা পাঠকের সাথে বইয়ের মেলবন্ধন তৈরী করে।
বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদার সূচনা বক্তব্য দেন। উদ্বোধনী সেশনে বক্তব্য দেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

দৈনিক প্রান্তজন সম্পাদক মোঃ সাজেদুর রহমান সেলিমের পরিচালনায় দিনব্যাপী মেলায় পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি এবং লেখকবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া বই মেলায় আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর