জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জ উপজেলার চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদরাসা’র গোপনে তফসিল ঘোষণা করে কমিটি গঠনের অপচেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ৩ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ফরম বিক্রির শেষ দিন ১০ জানুয়ারী পর্যন্ত এবং ২৫ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ বিষয়েরঅবিভাবকরা বলেন, স্থানীয় ক্ষমতাসীনদের প্ররোচনায় কৃষি সম্প্রসারন কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) মোঃ শেখ ফরিদ তড়িগড়ি করে পছন্দের লোকদের কমিটিতে আনতে এমনটি করেছেন।
এ ঘটনায় অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান।
অভিযোগে উল্লেখ রয়েছে- নির্বাচনী তারিখ এবং সময় জানি না। প্রচার-প্রচারণা চালানো হয়নি। তাই আমরা অংশ নিতে পারছিনা। আমরা নির্বাচনী তফসিল পুনরায় ঘোষণার দাবি জানাচ্ছি। স্থানীয় অসাধু ব্যক্তিদের প্ররোচনায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার অসাধু কর্মকাণ্ড বাস্তবায়নে নির্বাচনী বিধিমালা উপেক্ষা করে তড়িগড়ি করে নির্বাচনের আয়োজন করে চলেছেন। কবে কখন নির্বাচন মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য অধিকাংশ অবিভাবক সদস্য জানেন না।
এ ব্যপারে মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মাসুক আহমদ বলেন, এই নির্বাচন সম্পর্কে আমার বিন্দুমাত্র জানা নেই। এমনকি কি কারনে গোপনে তফসিল ঘোষণা করে নির্বাচনি প্রস্তুতি গোপন রেখে কমিটি গঠনের অপচেষ্টা চালানো হচ্ছে তা আমার জানা নেই। নির্বাচনের ফর্ম বিক্রির শেষ দিনে প্রিজাইডিং অফিসার মহোদয় সহ-সুপার মাওলানা কুতুব উদ্দিনকে ফোন করে নিয়ে কমিটি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বাধ্য করেন। এমতাবস্থায় এলাকার শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে সুষ্টু নির্বাচনি তফসিল ঘোষনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মাদ্রাসার সহ-সুপার কুতুব উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি।
কৃষি সম্প্রসারন কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) মোঃ শেখ ফরিদ বলেন, কোনো প্রতিদন্দ্বি না থাকায় পূর্বঘোষিত ভাবে আগামীকাল (২৫ জানুয়ারী) বৃহস্পতিবার নির্বাচন ছাড়াই কমিটি গঠন করা হবে। এছাড়া এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেন নি।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসনিম বলেন, নির্বাচনী তফসিল বাতিল চেয়ে মাদ্রাসার অবিভাবক সদস্য আব্দুর রশিদ, হোসেন আহমদ ও রুবেল আহমদ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখব।
এইবাংলা /হিমেল