পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূর ওপর ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শারমিন আক্তার (২৪) তিন সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী সুমন মোল্লা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন।
অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২), একই গ্রামের বাসিন্দা। এজাহারে বলা হয়েছে, রাতে শুভ শারমিনের বাড়িতে গিয়ে তার স্বামীর কাছে পাওনা পাঁচ হাজার টাকা দাবি করেন। স্বামী বাড়িতে নেই জানালে শুভ ক্ষিপ্ত হয়ে যান। পরে তিনি শারমিনের ১০ বছর বয়সী ছেলে ইমনকে বাইরে সিগারেট আনতে পাঠান।
এরপর সুযোগ বুঝে শুভ ঘরের লাইট বন্ধ করে শারমিনকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শারমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই রাতে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুভ জোমাদ্দারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা এসআই পলাশ সাহা জানান, “ভিকটিমকে নারী পুলিশ প্রহরায় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
এই বাংলা/এমএস
টপিক
