ঝালকাঠি প্রতিনিধি :
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার এবং মাতৃদুগ্ধ কর্ণার স্থাপনের দাবিতে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধনে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজার সভাপতিত্বে এবং কর্মসূচি সমন্বয়ক এ্যাড. মিজানুর রহমান মুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, জেলা বাসদের সংগঠক মোঃ রমজান আকন হৃদয়, এনসিপির যুগ্ম সমন্বয়কারী মুয়াবিয়া মাকনুন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারজানা মুক্তা, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, প্রচার সম্পাদক সৈয়দ আলী হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী হাসান এবং জুলাই বিপ্লবের সংগঠক আবির লস্কর।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীর অবদান অপরিসীম। ক্রমবর্ধমান সংখ্যক নারী সরকারি ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মাতৃত্বকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যাপ্ত সহায়ক পরিবেশের অভাব নারী কর্মীদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। অনেক কর্মরত মা শিশু সন্তানদের যত্ন ও স্তন্যদান নিশ্চিত করতে পারছেন না, যা তাদের মানসিক চাপ বৃদ্ধি করছে এবং কর্মজীবনে প্রভাব ফেলছে।
এ কারণে বক্তারা দাবি করেন, সকল সরকারি ও বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং কর্মরত নারীদের জন্য ফিডিং কর্নার চালু করা হোক। এছাড়া, এসব কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ ও কার্যকর বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দসহ নীতিগত সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।
মানববন্ধনের শেষে এই দাবির সমর্থনে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
