25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

যুক্তরাজ্যে সম্মানসূচক খেতাবে ভূষিত হলেন জামাল খান

আরও পড়ুন

যুক্তরাজ্য প্রতিনিধি:

যুক্তরাজ্যের প্রাচীনতম সম্মানসূচক খেতাবে ভূষিত হলেন বৃটিশ বাংলাদেশী তরুন জামাল আহমদ খানকে। (২২ জানুয়ারি) সোমবার যুক্তরাজ্যের প্রাচীনতম খেতাব ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননায় ভূষিত করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সমাজসেবক জামাল আহমদ খানকে লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ড হলে জামাল আহমদ খানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিটি অব লন্ডন করপোরেশন ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন খেতাব দিয়ে থাকে। ১২৩৭ সালে শুরু হওয়া এই সম্মাননা ১৯৯৬ সাল পর্যন্ত শুধু ব্রিটিশ ও কমনওয়েলথ নাগরিকদের জন্য ছিল। ১৯৯৬ সালের পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এই খেতাব বিগত দিনে যারা লাভ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রাণী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, রাণী মাতা কুইন এলিজাবেথ, কিং চার্লস, প্রিন্সেস ডায়না, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, মার্গারেট থ্যাচার, ফুটবলার হ্যারি কেইন, নেলসন ম্যান্ডেলা, স্টিফেন হকিংস সহ অনেক বিখ্যাত ব্যক্তি সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত হয়।

জামাল আহমদ খান বলেন এই সম্মান কমিউনিটির জন্য উৎসর্গ করলাম। ব্রিটেনের প্রাচীনতম এই সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমি কমিউনিটি উন্নয়নে যে কাজ করে গিয়েছি সেটা অব্যাহত রাখবো। পাশাপাশি নিজ দেশের গরিব অসহায় দুস্থদের জন্য কাজ করে যাবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলেতের বিশিষ্ট রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, লন্ডন টাওয়ার হেমলেটস এর সাবেক দুইবারের স্পিকার ও কাউন্সিলর আহবাব হোসেন, শাহগীর বখত ফারুক, আব্দুল আহাদ চৌধুরী, আনছার আহমদউল্লাহ, আব্দুল বাছির, গোলাব আলী, ফয়জুর রহমান ফয়েজ, রোহেল আহমদ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন জামাল আহমদ খানের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা অবশ্যই গর্বিত। পাশাপাশি বাঙালি হিসেবে এটি সবার জন্য গর্বের। তাঁর অবস্থান থেকে তিনি নিশ্চয়ই বাংলাদেশের সম্মান-মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন।

কমিউনিটির নিবেদিত প্রাণ জামাল আহমদ খান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকার পাশাপাশি বাংলাদেশ যুবলীগের যুক্তরাজ্য কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর