30.3 C
Dhaka
Friday, October 3, 2025

কেশবপুরে জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আরও পড়ুন

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে নাগরিক উদ্যোগে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী নাগরিক উদ্যোগের পলাশ দাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন।

নাগরিক উদ্যোগ একটি বেসরকারি মানবাধিকার সংস্থা, যা ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। নাগরিক উদ্যোগের লক্ষ্য হলো সুশাসন ও মানবাধিকার এর সুরক্ষা ও বিকাশে তৎপরতা চালানো এবং বিশেষভাবে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করা। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) এপ্রিল, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন বলেন, সকলের অধিকার বাস্তবায়নে, আমার সকল দপ্তর থেকে সহযোগিতার আশ্বাস দিচ্ছি। ১৯৭২ এর ডিসেম্বর এ গৃহীত বাংলাদেশের সংবিধান এবং দেশের সকল নাগরীকের জন্য সমান অধিকার সুযোগের প্রতিশ্রুতি দিয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ প্রতিনিয়তই আর্থ- সামাজিক-রাজনৈতিক -সাংস্কৃতিকভাবে বঞ্চিত ও বৈষম্যের শিকার এবং সামাজিকভাবে স্বীকৃতি তথাকথিত কিছু পেশা গ্রহণে বাধ্য হয়। এছাড়াও হিজরা ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী হাট বাজার থেকে তোলা উঠানো শিশু নাচানো ইত্যাদি কাজ করে কোনরকমে জীবিকা নির্বাহ করে। এই বৈষম্য মূলক কাজ থেকে আমরা বিরত থাকবো এবং সকলের অধিকার বাস্তবায়নে কাজ করব উপস্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এতে আরও ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ, ৬ নম্বর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য শাহনাজ পারভীন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আকাশ দাশ, অরুন দাস, শ্যামল শঙ্কর দাস প্রমুখ।

এই বাংলা/এমপি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর