25 C
Dhaka
Thursday, October 2, 2025

কটিয়াদীতে সাংসদ সোহরাবের মতবিনিময় সভা

আরও পড়ুন

মোঃ মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ -২ (কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন-এর সঙ্গে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তর প্রধান ও জন প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটায়  উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন কটিয়াদী-পাকুন্দিয়াকে  মডেল হিসেবে গড়ে তুলার সকল প্রকার কার্যক্রম গ্রহন করা হবে।

বিভিন্ন স্থানে মদ,জুয়া,চাঁদাবাজি,দুর্নীতি যাতে না হয় সেই দিকে দৃষ্টি রাখার নির্দেশ দেন প্রসাশনকে।

সেই সাথে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলার বিভিন্ন স্থানে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার সহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এইবাংলা/সিপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর