মোঃ আলমগীর, টেকনাফ :::
টেকনাফ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্রের সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার বদি।
এসময় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, কাউন্সিলর আব্দুল্লাহ মনির, কাউন্সিলর এনামুল হাসান, মহিলা কাউন্সিলর কোহিনুর আক্তার, মহিলা কাউন্সিলর লিলি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার আলম সহ কমিটির সদস্যগণ, সংবাদকর্মীগণ।
ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত এ সভায় রোগীদের গ্রহণযোগ্য সেবা প্রদান, হাসপাতাল নিয়ে হুটহাট বিভ্রান্ত না ছড়ানো, এম্বুলেন্সের চালক নিয়োগ দেওয়া, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, এনজিওগুলোকে নিজ স্বার্থ বাদ দিয়ে সরকারকে সহযোগী সংগঠন হিসেবে নিঃস্বার্থভাবে সেবার হাত বাড়িয়ে দেওয়া, নিয়মিত হাসপাতালে মিটিং করে সমস্যা তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়া সহ আরও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলাপ আলোচনা করা হয়।
উখিয়া-টেকনাফ (কক্সবাজার-০৪) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঠিক ব্যবস্থাপনার কারণে এটি বারবার প্রথম স্থান অধিকার করে। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাহসী মনোভাব, আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়। আগামীতেও দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সবাই একসাথে কাজ করলে দেশের সেরা হাসপাতাল হবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমি সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। যেকোন সমস্যায় আপনারা আমাকে জানাবেন আমি সবসময় আপনাদের পাশে থাকব। সভা শেষে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং আগত ও ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন।
অন্যদিকে আজ একইদিনে উখিয়া টেকনাফের নবাগত সংসদ সদস্য শাহীন আক্তার ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদিকে ফুল দিয়ে বরণ করে নেন টেকনাফ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণ।