খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের দেবী জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়েছে। আনন্দ নগর কালি মন্দির প্রাঙ্গণে বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ভুবনেশ্বরী কালী মন্দিরে বিদ্যা নিকেতনের আয়োজনে পূজার শুভ সূচনা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়।
প্রথম দিন থেকেই ভক্ত ও পুণ্যার্থী মন্দিরগুলোতে উপস্থিত হয়ে দেবীর আশীর্বাদ গ্রহণ করছেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন।
এ বছরের পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সল্প পরিসরে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে, যা উৎসবকে আরও প্রাণবন্ত করেছে। খাগড়াছড়ি কেন্দ্রীয় কালী মন্দিরে দেবীর প্রতিমা বিভিন্ন সামাজিক ও পৌরাণিক থিমে সাজানো হয়েছে।
পূজার অনুষ্ঠান আগামী শুক্রবার বিকেল পর্যন্ত চলবে এবং রাতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
এই বাংলা/এমএস
টপিক
