Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeসারাদেশকক্সবাজারে প্লাস্টিক পুনর্ব্যবহার প্রকল্প পরিদর্শনে: ড. জিয়াউদ্দিন হায়দার

কক্সবাজারে প্লাস্টিক পুনর্ব্যবহার প্রকল্প পরিদর্শনে: ড. জিয়াউদ্দিন হায়দার

বিশেষ প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার কক্সবাজারে ব্র্যাকের বাস্তবায়িত এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তাপ্রাপ্ত ‘PLEASE’ (Plastic Waste Recycling for Livelihood, Environment and Sustainability Enhancement) প্রকল্প পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ড. হায়দার বলেন, বিএনপি তার ৩১ দফা রাষ্ট্র মেরামতের এজেন্ডায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে অগ্রাধিকার দিয়েছে। তিনি আরও বলেন, “বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই অর্থনীতির অংশে রূপান্তর করে আমরা একটি ‘Green Bangladesh’ গড়ে তুলতে চাই।”

তিনি প্রকল্পে কাজ করা নারী ও তরুণদের উদ্যমের প্রশংসা করে উল্লেখ করেন, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, কর্মসংস্থান ও সামাজিক পরিবর্তনেরও দৃষ্টান্ত তৈরি করছে।

ড. হায়দার আশা প্রকাশ করেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ একদিন দক্ষিণ এশিয়ার উদাহরণ হবে।

এই বাংলা/এমএস

টপিক