24 C
Dhaka
Friday, October 3, 2025

কেশবপুরে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন।

আরও পড়ুন

হারুনার রশীদ বুলবুল, কেশবপুর

কেশবপুরে সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) আধুনিক বাংলা সাহিত্যের মহানায়ক অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী এ মধুমেলা আয়োজন করা হয়েছে।

যশোরের কেশবপুরের কপোতাক্ষ পাড়ের তীর্থভূীম সাগরদাঁড়িতে এ আয়োজনকে ঘিরে মধুভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মধুমেলা ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত শেষ হবে।

প্রতিবারের ন্যায় এবারও মধুমেলার মাঠ জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকায় মেলার মাঠ ইজারা দেওয়া হয়েছে। মহাকবির জন্মদিন ২৫ জানুয়ারী হলেও ১৫ ফেব্রুয়ারী থেকে এসএসসি পরীক্ষার কারনে ১৯ জানুয়ারী থেকে মেলা শুরু হয়েছে। সাগরদাঁড়িতে মধু মেলাকে ঘিরে মেলার মাঠে সেজেছে বর্ণালী সাজে। জেলা প্রশাসকের আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মেলা উদযাপন কমিটির সভাপতি ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ মধুমেলা মেলা উদ্বোধন.

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন,যশোর -১(শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,
যশোর -২(ঝিকরগাছা)আসনের সংসদ সদস্য মোঃ তোহিদুজ্জামান, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৪(বাঘারপাড়া)আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল, যশোর-৫(মনিরামপুর)আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইয়াকুব আলী, যশোর-৬(কেশবপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম পুলিশ সুপার যশোর, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম প্রমুখ।

এই বাংলা/এমপি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর