24.5 C
Dhaka
Friday, October 3, 2025

সংবর্ধনা এড়িয়ে গেলেন নতুন শিক্ষামন্ত্রী নওফেল

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

সরকারের নতুন শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রামে এসে সংবর্ধনা নিলেন না ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি)  সড়ক পথে চট্টগ্রামে এসে দলের নেতাকর্মীদের সাথে স্বাক্ষাৎ করেন তিনি।

গতকাল বিকেলে মন্ত্রণালয়ে অফিস শেষে বিকেল ৫টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শিক্ষামন্ত্রী। পরে সড়কপথে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের ২ নম্বর গেট চশমা হিলের নিজ বাড়িতে পৌঁছান তিনি।

এর আগে পূর্ণ মন্ত্রী হওয়ার পর কখন নেতা গ্রামে ফিরবেন এবং তাকে বরণ করে নেবেন—এই অপেক্ষায় ছিলেন চট্রগ্রামের নেতাকর্মীরা।  তার আসার খবরে পুরো চট্টগ্রামে হাজারো নেতা কর্মী তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকলেও ; নিরবে নিজের বাড়িতে হাজির হন তিনি।

এই বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমাকে সংবর্ধনা জানাতে গিয়ে সাধারণ মানুষ জনদুর্ভোগে শিকার হোক, তা আমি চাই না। তবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনব। সমস্যা সমাধানের চেষ্টা করব।

শিক্ষামন্ত্রী ১৯ জানুয়ারি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। এরমধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আজম ও নাসির উদ্দিন এর সাথে ও সাক্ষাৎ করেন তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোতোয়ালি আসন ( চট্টগ্রাম -৯) থেকে নিরঙ্কুশ বিজয় লাভ করেন ব্যারিস্টার  মহিবুল হাসান চৌধুরী নওফেল।দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে জয়ী হওয়া নৌকা প্রতীকের প্রার্থী,  ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছিলেন ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সনজিদ রশিদ চৌধুরী  ১ হাজার ৯৮২ ভোট পেয়ে হারিয়েছেন জামানত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর