বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নে অভিযানে মাদক সেবনের সময় তিন জনকে আটক করেছে গোয়ান্দা পুলিশের (ডিবি)। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের সাজা এবং এক হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. বশির আলম।
ইনচার্জ মো. বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের তুলাতলী পনু আকনের বাড়িতে আমি সহ উপ পুলিশ পরিদর্শক মারুফ রহমান ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করি। অভিযানে তিন মাদকসেবি মাদক সেবন করার সময় তাদেরকে হাতেনাতে মাদক সহ আটক করি।
আটককৃতরা হলেন- দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মৃত তোজম্বর মৃধার ছেলে বাশার মৃধা (৪০), উত্তর ইটবাড়িয়া গ্রামের মৃত নুরু আকনের ছেলে পনু আকন ও উত্তর ইটবাড়িয়ার জুলফিকার খানের ছেলে সাগর খান (৪০)।
পরে নির্বাহী মেজিস্ট্রেট আবু সালেহ আরমান ভুইয়া মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ছয় মাসের সাজা ও এক হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করেন।
এই বাংলা/এমপি