ময়মনসিংহ (নান্দাইল) প্রতিনিধি
নবপরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আবদুস সালাম আরসিডিএস পিএসসিকে তার নিজ এলাকা নান্দাইল আসনে সংবর্ধনা দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এ উপলক্ষে নির্বাচনী এলাকার প্রত্যেক গ্রাম থেকে নেতাকর্মীরা মন্ত্রীকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানাতে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এরই মধ্যে নান্দাইল উপজেলা কার্যালয়, এবং বালিপাড়া হতে নান্দাইল রাস্তার বিভিন্ন জায়গায় তোরণ নির্মান করা হয়েছে বিভিন্ন নেতার পক্ষ থেকে। এছাড়া নান্দাইল উপজেলা জুড়ে শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ হতে পোষ্টার লাগিয়েছে। সবকিছু মিলিয়ে নান্দাইলের গণমানুষের নেতা নান্দাইলের প্রাণপুরুষ এই মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া নিয়ে নান্দাইল উপজেলার নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে।
সংবর্ধনার প্রস্তুতি নিয়ে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, এরই মধ্যে উপজেলাকে অন্য রকম করে সাজিয়ে তোলা হয়েছে। নির্বাচনী এলাকার প্রায় ২০ হাজার নেতাকর্মী মন্ত্রীকে সংবর্ধনা দিতে ১৮ জানুয়ারী দুপুর ৩টায় চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আসবে।
এই সংবর্ধনা তার প্রাপ্য ছিল তাই এতবড় আয়োজন করা হয়েছে।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেজর জেনারেল অব. আবদুস সালাম আরসিডিএস পিএসসি মহোদয় সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন। এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রানালয়ের দায়িত্ব প্রাপ্ত হন।
এই বাংলা/এমপি