নড়াইল প্রতিনিধি
নড়াইলের লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে প্রতারণা মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানার লাহুরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আলমগীর হোসেন নড়াইল জেলার লোহাগড়া থানার মশাগুনি গ্রামের টুকু কাজীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই মো. সাকের আলী অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
এই বাংলা/এমপি