ফেনী প্রতিনিধি :
ফেনীতে দুস্থ ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র ১ টাকায় বাজার ও খাবার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি আয়োজিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার দুপুরে শহরের জুলাই চত্বর প্রাঙ্গণে জেলা যুবদল এই আয়োজন করেন। ১ টাকায় বাজারে ছিল চাউল ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার এবং বিস্কুট ১ প্যাকেট। এছাড়া একই দিনে ৫০০ জন শ্রমজীবী মানুষের মাঝে খাবারও বিতরণ করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার জানান, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।”
এ সময় জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ যেমন নঈম উল্লাহ চৌধুরী বরাত, বেলাল হোসেন (ভিপি বেলাল), ইসরাফিল মাসুদ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
