25 C
Dhaka
Thursday, October 2, 2025

বিপিএলের আগেই ফিরবেন সাকিব

আরও পড়ুন

নিজস্বপ্রতিবেদক 

মাঠে ব্যাট করছেন সাকিব আল হাসান। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টাইগার অলরাউন্ডারের প্র্যাকটিসের সেই দৃশ্য ছিল ক্রিকেটপ্রেমীদের কাছে অবাক করার মতো। সাকিবকে এভাবে ব্যাট করতে দেখে রীতিমতো অবাক হলেন সংবাদিকরাও। তখন সবার মনে তখন একটাই প্রশ্ন, সাকিবের কি তবে চোখে কোনো সমস্যা হলো?

দ্বিতীয় ব্যাপারটি তো আরও চাঞ্চল্যকর। চোখের চিকিৎসা করতে সাকিব নাকি আজই উড়াল দিচ্ছেন লন্ডনের পথে। অথচ মাত্র ৫ দিন পর আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। এদিকে আসর শুরুর এক দিন পরই সাকিবের দল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ খেলতে হবে খুলনা টাইগার্সের বিপক্ষে। যে কারণে সাংবাদিকরা নামলেন তথ্য অনুসন্ধানে। প্রথম ম্যাচে কি সাকিবকে দলে পাবে রংপুর?

সে প্রশ্নের উত্তর জানতে পক্ষ থেকে ফোন করা হয় রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামকে। জানতে চাওয়া হয়, তিনি ব্যাটারটি কিভাবে দেখছেন। প্রথম ম্যাচে কি সাকিব খেলতে পারবেন?

তবে জবাবে কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারেননি সোহেল। তিনি প্রথমে বললেন, ‘ঢাকা থেকে লন্ডন এখন আর কতই বা দুর? আর আমাদের খেলা তো ২০ তারিখ (২০ জানুয়ারি) তার আগে নিশ্চয়ই ফিরে আসবে।’

এরপরই সোহেল আবার বললেন, ‘আজ রাতেই যাবে সেই গ্যারান্টি নেই।’

সোহেল আরও জানান, রংপুর রাইডার্সের প্র্যাকটিস শেষ করেই সাকিব গেছেন এক স্থানীয় চক্ষু বিশেষজ্ঞর কাছে। সেই চিকিৎসক যদি বলেন লন্ডন যেতে, তাহলে আজ রাতেই সাকিব সেখানে চলে যাবে।

রংপুর রাইডার্স ম্যানেজমেন্টের এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, রোববার মধ্যরাত ১ টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব। তবে সেখানে গেলেও তার প্রথম ম্যাচ মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচের আগেই চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েই দেশে ফেরত আসবেন সাকিব।

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর