24.5 C
Dhaka
Friday, October 3, 2025

নান্দাইলে দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

আরও পড়ুন

নান্দাইল প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নূর আহ্ম্মদ নামে এক পুলিশ সদস্য। তিনি নান্দাইল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়কের উপজেলার মোয়াজ্জমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

জানা গেছে, মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নূর আহ্ম্মদ প্রাণ হারান। মোটরসাইকেলটি নূর আহ্ম্মদ চালাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি (নিহত এএসআই) নান্দাইলের কানুরামপুর থেকে মধুপুরের দিকে যাচ্ছিলেন।

নান্দাইল মডেল থানার ওসি আ. মজিদ জানান, পেশাগত কাজে কানারামপুর টু মধুপুর হাইওয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি হায়েস গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি নেত্রকোনা জেলা মদন থানার কালিহাতি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে।

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর