ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। গত বুধবার (১০ জানুয়ারী) দিনগত রাতে উপজেলা সদরের বড় কাঁঠালিয়া গ্রামের মরহুম শাহজাহান জমাদ্দার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঘরের মধ্যে আটকা পরেন গৃহকর্তী নুরজাহান বেগম। পরে জানালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্ধা গোলাম মোস্তফা জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছায়, ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়েও বসত ঘরটি রক্ষা করা যায়নি। আগুনে ঘরটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
ঘর মালিকের ছেলে ফারুক জমাদ্দার জানান, অগ্নিকান্ডের সময় তার মা ঘরের মধ্যে আটকে পরেছিল। পরে জীবনের ঝুঁকি নিয়ে জানালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। কিভাবে আগুন লাগলো বলতে পারছিনা।
খবর পেয়ে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক নাহিদ ও ইউপি সদস্য নুরুল আলম মিলু ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.শহীদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এইবাংলা/এমপি