25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

বাংলা চ্যানেল সাঁতার-২০২৩ এ চ্যাম্পিয়ন বরগুনার রাসেল

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনাঃ

২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা ৩২ মিনিটে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে সেন্টমার্টিন, ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথ ৩ ঘণ্টা ৩৫ মিনিটে পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ডাকসুর সাবেক সদস্য বরগুনার সাইফুল ইসলাম রাসেল।

তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত ওশেনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাঁতার-২০২৩ এ অংশ নিয়ে সাফল্য অর্জন করেন। এছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে বাংলা চ্যানেলে ডাবল ক্রস (৩২.২ কিমি) এর কৃতিত্ব অর্জন করা, সিলেটের সুরমা নদীতে ৬৫ কিমি সাঁতারে চ্যাম্পিয়ন, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ওশেনম্যান এশিয়ান চ্যাম্পিয়নশিপ সাঁতার-২০২৩ এ ৪র্থ স্থান অর্জনসহ সাঁতার, দৌঁড় ও সাইক্লিংয়ে অসংখ্য সাফল্য রয়েছে রাসেলের।

চ্যাম্পিয়ন সাইফুল ইসলাম রাসেল বলেন, ‘এবার আমার সপ্তমবারের মতো সাঁতার। এটি বাংলাদেশের সর্বোচ্চ সাঁতার প্রতিযোগিতা। আমি প্রতিবারই অংশগ্রহণ করার চেষ্টা করি। খুব ভালো লেগেছে আমি বিজয়ী হতে পেরে। যথার্থ পৃষ্ঠপোষকতা পেলে ইংলিশ চ্যানেল জয় করে আমি দেশের মান সমুজ্জল করবো।’

এর আগে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। দেশ-বিদেশের সর্বমোট ৪৩ জন সাঁতারু এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাঁতার প্রতিযোগিতাটির আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘১৮তম বাংলা চ্যানেল সাঁতার-২০২৩’। সহযোগিতায় আছে ভিসাথিং, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, বাংলাদেশ পর্যটন বোর্ড, সরকার এগ্রো ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর