25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

ভোটের মাঠ দাঁপিয়ে প্রচারণার তুঙ্গে নাটোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে দেশ।দেশের আনাচে-কানাচে,গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে নির্বাচনের আমেজ। এই আমেজে বাদ পড়েনি নাটোর-২ সংসদীয় আসনটি।নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ৫৯ নাটোর-২ আসন।এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

আর তারই শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আহাদ আলী সরকার। ভোটের মাঠ দাঁপিয়ে প্রচারণার তুঙ্গে রয়েছেন তিনি। বর্তমান সংসদ সদস্যের সাথে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম,সহ-সভাপতি ঊমা চৌধুরী,যুগ্ম-সম্পাদক মালেক শেখ অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আহাদ আলী সরকারের সাথে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান,যুগ্ম-সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু,কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন মাষ্টার,জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ।

সব মিলিয়ে শক্ত অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ও তার সমর্থকেরা।কেউ কাওকে ছাড় দিয়ে কথা বলছেন না।জয়ের ব্যাপারে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই শতভাগ আশাবাদী। একদিকে নৌকা অন্যদিকে ট্রাক এই দুই প্রতীকের স্লোগানের মুখরিত নাটোর শহর।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আহাদ আলী সরকার তৃণমূলের একজন জনপ্রিয় প্রবীন নেতা।ব্যাপক জনপ্রিয়তার জন্য তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।এরপর ১৯৯৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পান।২০০৮ সালে সংসদ সদস্য এবং পরে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পান তিনি এবং সফলতার সাথে তার দায়িত্ব পালন করেন। দলীয় কোন্দলের কারণে পরবর্তীতে দলের মনোনয়ন না পেলেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সব সময়।

নাটোরের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ভোটের প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন তিনি। বতর্মান সংসদ সদস্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে একজন ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখার আহব্বান জানিয়ে ভোটারদের দ্বারেদ্বারে তার প্রতীক ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার বলেন,ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করে রাজনীতি করছি।জাতির পিতার ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর বিভিন্ন সময়ে জিয়া ও এরশাদ সরকারের সময় কারাগার বরন ও নির্যাতনের শিকার হই।বিভিন্ন প্রতিকূলতার মাঝেও আমি আমার আদর্শ ও নীতী থেকে পিছু হয়নি এবং আগামীতেও হবোনা।

দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আমার এ লড়াই। জনগণ আমার সাথে আছে। এ লড়াই আমি জয়ী হব ইনশাল্লাহ।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর