25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

অপহরণের মামলায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি অপহরণের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন এসআই রেজাউল ও কনস্টেবল সাঈদ।

গতকাল রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ সোমবার নিশ্চিত করেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

তিনি বলেন, বিভিন্ন সময়ে ভুয়া পুলিশ, র‌্যাব, ডিবি সদস্য গ্রেপ্তার করেছি। এবারও আমরা সিআইডি পরিচয়ে একটি অপহরণ চক্র ধরতে গিয়ে আসল সিআইডি গ্রেপ্তার করেছি। প্রতি বছর পুলিশ বাহিনীতে খারাপ কর্মকাণ্ডের কারণে যে পরিমাণ শাস্তি পায়, অন্য কোনো সংগঠন বা প্রতিষ্ঠানে পায় না। একদিকে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন মানবিক অন্যদিকে এসব বিষয়ে অমানবিক ও কঠোর।

হারুন অর রশিদ আরো বলেন, ভাটারা থানায় করা এক ভুক্তভোগীর মামলায় ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর