25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাশকতার ঘটনায় পাহাড়তলীতে মামলা

আরও পড়ুন

তানভীর আহমেদ, চট্টগ্রাম 

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলার সময় চট্টগ্রামের সাগরিকা এলাকায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ১০ ই জুন  রাতে থানায় হৃদয় মিয়া ও আবদুল্লাহ আল মামুনসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে এই মামলা (জিআর মামলা নং ২৫৪/২০২০) করা হয়।

পাহাড়তলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পাহাড়তলী  থানার উপপরিদর্শক দীপ্লু কুমার বড়ুয়া (নিরস্ত্র) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১৫/৩/ ২৫(ডি) ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় হৃদয় মিয়া ও আবদুল্লাহ আল মামুনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।’

পুলিশ জানায়, ১০ ই জুন দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে সাগরিকা  এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও গাড়ি ভাঙচুরের এই ঘটনা ঘটে। মোঃ গিয়াস উদ্দিনের ছেলে হৃদয় মিয়া  এবং মৃত মানিক মিয়ার ছেলে  আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অজ্ঞাতনামা বিরোধী দলীয় ৪০/৫০জন নেতাকর্মী সরকার বিরোধী স্লোগান ও মিছিল সহকারে ভাঙচুর ও নাশকতা চালায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকেই বিএনপি জামাতের অবরোধ সফল করতে মাঠে নামে নেতাকর্মীরা চট্টগ্রামের সাগরিকা  এলাকায় অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী। দুপুর সাড়ে ১২টার দিকে  যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালান পিকেটাররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান স্থানীয় লোকজন।

এইবাংলা/নাদিরা.শিমু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর