25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

ইউনিয়ন পরিষদে প্রচারণা, দুই চেয়ারম্যানকে শোকজ

আরও পড়ুন

ফটিকছড়ি প্রতিনিধি :::

ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১ নং বাগানবাজার ইউনিয়ন এবং ২০ নং আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন ব্যবহার করে নির্বাচনী প্রচারনা চালানোর অভিযোগ উঠেছে।

জানা যায় গত ২১ ডিসেম্বর সকাল ১১:০০ টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভা করেন। একই দিনে সন্ধ্যা ৭:০০ টায় স্বতন্ত্র প্রার্থী এস এম আবু তৈয়বের প্রচারের সভা করেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দপ্তর সূত্র জানায় এই দুই চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থী কাজ করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, ‘ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণ বিধিমালা প্রতিপালনে কোন ছাড় দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর