25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

জয় বাংলা স্লোগান দিতে দিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আওয়ামীলীগ নেতা

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনাঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসনের নৌকা প্রতীকের মিছিলে এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।‌

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুল ইসলাম মুসুল্লি (৬৫) বরগুনা সদর, উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড লতাবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি স্থানীয়ভাবে নূরুল ইসলাম এমপি নামে অধিক পরিচিত।
সন্ধ্যায় বরগুনা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকের মিছিল হয়। এতে অংশগ্রহণ করেন মো. নুরুল ইসলাম মুসুল্লি। পরে মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে ছিলেন তিনি। বসা অবস্থা থেকে হঠাৎ ঢলে চেয়ারে পড়ে যান।

এসময় দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক মো.মাহমুদ মুরশিদ (শুভ) তাকে মৃত ঘোষণা করেন।

৭ নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন বলেন, তিনি একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন, এলাকার মানুষ তাকে এমপি ডাকতো। তিনি আমাদের সাথে আজকে বরগুনা শহরে মিছিল করেছেন। মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয় গিয়ে বসে তিনি বুকে ব্যাথা অনুভব করেন এবং সাথে সাথে আমরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমি সাথে সাথে বিষয়টি এমপি মহোদয় কে জানিয়েছি, তিনি দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে তার খোঁজ খবর নেন এবং মৃত ব্যক্তির পরিবারকে সকল ধরনের সহায়তা করার আশ্বাস দেন।
নৌকা মার্কার প্রার্থী এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আমি স্বপন চেয়ারম্যানের ফোন পেয়ে দ্রুত হাসপাতালে চলে যাই। এমন মৃত্যুতে আমরা আ. লীগ পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি আরো বলেন, আমি জেলা আ. লীগের সভাপতি হিসেবে মৃত ব্যক্তির পরিবারের সকল ধরনের সাহায্য সহযোগিতা করবো।

দীর্ঘদিনের একনিষ্ঠ ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বরগুনা জেলা আ. লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি ও সাধারণ সম্পাদক বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর