25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

মিরসরাইয়ে প্রবীণের প্রস্থান, নবীনের অভিষেক

আরও পড়ুন

::::নিজস্ব প্রতিবেদক:::

নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন চট্টগ্রামের সবচেয়ে  গুরুত্বপূর্ণ আসন মিরসরাইয়ে (চট্টগ্রাম -১)বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী   মাহবুব রহমান রুহেল। পিতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের পথ ধরে মিরসরাই – জোরারগন্জের মাটি ও মানুষ বুকে টেনে নিয়ে জিতে ফিরতে চান রুহেল। 

সোমবার দলীয় কার্যালয়ে জনাকীর্ণ পরিবেশে স্মার্ট বাংলাদেশের মডেল হিসেবে মিরসরাইকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের এই প্রার্থী।

সোমবার ১ নং করেরহাট ইউনিয়ন থেকে প্রচারণা যুদ্ধে নামেন রুহেল। করেরহাটের পশ্চিম জোয়ার, দক্ষিণ অলিনগর, চত্তরুয়া, কয়লা, বদ্ধ ভবানী, মূল অলিনগর, মহাজনগ্রাম, হাবিলদার বাসা এলাকাগুলোতে কয়েকহাজার নারী পুরুষ ভোটারের সাথে সাক্ষাৎ করেন তরুণ প্রজন্মের প্রিয়মুখ রুহেল। তরুন 
ভোটারদের মাঝেও তাকে ঘিরে তীব্র উচ্ছ্বাস লক্ষনীয়। বিশেষ করে মহিলা ভোটাররা তরুণ প্রজন্মের অভিভাবক হিসেবে রুহেলের আগমনকে  ইতিবাচক ভাবে দেখছেন। 

ইতিমধ্যে মাদকমুক্ত মিরসরাই গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুবেল। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের অবস্থান এখানে। সে কারণে ঘরে ঘরে বেকারত্ব দুর করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

এছাড়া শনিবার বিকালে আরশিনগর ফিউচার পার্কে উপজেলা ‘স্বেচ্ছাসেবী ভাবনায় মিরসরাইয়ের সম্ভাবনা, সমস্যা সমাধান ও উন্নয়ন শীর্ষক ’মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দেশের প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন অবসর সংসদীয়  রাজনীতি থেকে। দীর্ঘদিন মিরসরাই থেকে ভোটযুদ্ধে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তার ছেলে বাবার দেখানো পথে নৌকা প্রতীক নিয়ে ভোটারদের মন জয় করতে যাচ্ছেন ঘরে ঘরে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর