25 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালীতে তিনজন প্রত্যাহার ও একজন আপীলে বৈধসহ মোট প্রার্থী-২২জন

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:

পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্রসহ তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেনও রয়েছে। এখন জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার করার জন্য প্রার্থী রয়েছেন ২২ জন।

আজ রোববার বিকেল চারটা পর্যন্ত পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আফজাল হোসেন, পটুয়াখালী-২ (গলাচিপা ও দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিব আলম ও পটুয়াখালী-৩ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনে তৃণমূল বিএনপির ওবায়দুল ইসলাম তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

তিনি আরো জানান, নির্বাচন কমিশনে আপীলে পটুয়াখালী-১ আসনে তৃণমূল বিএনপির মো. নাসির উদ্দীন তালুকদার প্রার্থিতা ফিরে পেয়েছে। এখন জেলার স্বতন্ত্রসহ ৯টি দলের মোট ২২ জন প্রার্থী রয়েছে। আগামীকাল প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু হবে। কেউ নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর