26 C
Dhaka
Thursday, October 2, 2025

বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বিশেষ প্রতিনিধিঃ আজ শনিবার (১৬ ডিসেম্বর) স্বাধীন বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উপকণ্ঠে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা প্রদর্শন করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজানো হয়।
এরপর দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের পক্ষে সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিরা এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর