25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ভোলার মহান বিজয় দিবসের কর্মসূচি

আরও পড়ুন

 ভোলা জেলা প্রতিনিধিঃ মহান বিজয় দিবস-২০২৩ উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে নির্দিষ্ট মাপ ও রং এর জাতীয় পতাকা উত্তোলন করা হবে।সে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হবে।

এরপর পুষ্পস্তবক অর্পণ করা হবে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও যুগীরঘোল বদ্ধভূমিতে।
সকাল সাড়ে ৮ টায় ভোলা সরকারি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী।

অফিসার্স ক্লাবে বেলা ১১ টায় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া অনুষ্ঠান ।

সাড়ে ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।

এ ছাড়া এই দিনের এক বেলায় হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, জেলখানা, শিশু পরিবার, শিশু সদন, প্রতিবন্ধী স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন।

একইভাবে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী  আত্মার মাগফেরাত কামনা , বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ-মন্দির ও অন্যান্য উপাসনালয় বিশেষ প্রার্থনার আয়োজন।

অন্যদিকে জেলার সকল সিনেমা হলে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার শিশু পার্ক ও জাদুঘর বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা।ভো

লা সরকারি স্কুল মাঠে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসন একাদশ বনাম ভোলা পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হবে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর