26 C
Dhaka
Thursday, October 2, 2025

মেঘনায় অ‌বৈধ জাল নৌকা ধ‌রে রা‌তের আধা‌রে ছে‌ড়ে দি‌লেন নৌ-পু‌লিশ

আরও পড়ুন

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধিঃ

মেঘনায় অ‌বৈধ জাল নৌকা ধ‌রে রা‌তের আধা‌রে ছে‌ড়ে দি‌লেন নৌ-পু‌লিশ।

ভোলার বোরহানউ‌দ্দি‌নের মেঘনায় রা‌তের আধা‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমান অ‌বৈধ বেহ‌ন্দি জাল,২‌টি নৌকা ও ১২ জে‌লে‌কে আটক ক‌রে হা‌কিমউ‌দ্দিন ‌নৌ-পু‌লিশ ।

আটককৃত ১২ জে‌লের ম‌ধ্যে ৯ জে‌লে, ১ টি মাছ ধরা নৌকা ও বিপুল প‌রিমান বেহ‌ন্দি জাল রা‌তের আধাঁ‌রে ছে‌ড়ে দেয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ফাঁ‌ড়ি ইনচার্জ ‌সৈয়দ মোশারফ হো‌সেন এর বিরু‌দ্ধে । এ ঘটনায় সাধারণ জে‌লে ও এলাকাবাসী‌দের ম‌ধ্যে চরম ক্ষোভ বিরাজ কর‌ছে ।
নামপ্রকা‌শে অ‌নিচ্ছুক প্রত‌্যক্ষদর্শী ২ জে‌লে জানান, বৃহ‌স্পিতবার দিবাগত রাত ১ টার দি‌কে উপ‌জেলার মেঘনা নদীর হাসান নগর এলাকায় অ‌ভিযান চালায় হা‌কিমউ‌দ্দিন নৌ-পু‌লিশ ।
এ সময় ওই এলাকার ২ প্রভাবশালী ম‌হউি‌‌দ্দিন মেম্বার ও ম‌ফিজল মা‌ঝির ২ টি মাছ ধরা ট্রলার, ১২ জে‌লে ও বিপুল প‌রিমান অ‌বৈধ বেহ‌ন্দি জাল আটক ক‌রেন নৌ পু‌লিশ ।
আটককৃত জে‌লেরা  হ‌লো স‌ফিক, সা‌ব্বির, হাসনাঈন, সুমন, জাহা‌ঙ্গির, রিয়াজ, আজাদ,মুরাদ হো‌সেন, সবুজ ।  রাতভর রফাদফার পর মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে ৯ জে‌লে, ১ টি ট্রলার ও বিপুল প‌রিমান জাল ছে‌ড়ে দেয় ফাঁ‌ড়ি ইনচার্জ ।
শুক্রবার সকা‌লে স্থানীয় সংবাদকর্মীরা আটককৃত জে‌লে‌দের ছ‌বি তুল‌তে গে‌লে ফাঁ‌ড়ি ইনচার্জ ত‌ড়িঘ‌ড়ি ক‌রে ৩ জে‌লে‌কে অ‌টো‌রিক্সা ক‌রে ভোলা আদাল‌তে পা‌ঠি‌য়ে দেয়। আটককৃত১২ জে‌লের ম‌ধ্যে ৯ জে‌লে‌দের অপ্রাপ্ত বয়স্ক ও বৃদ্ধ দে‌খি‌য়ে সংবাদকর্মী‌দের যাওয়ার আ‌গইে‌ ছে‌ড়ে দেওয়া হয় ।
প‌রে সংবাদকর্মীরা আটককৃত অ‌বৈধ জাল ও নৌকার ছ‌বি তুল‌তে গে‌লে জাল, নৌকা দেখা‌তে অপারগতা ক‌রেন ফাঁ‌ড়ি ইনচার্জ । জাল,১ নৌকা ও ৯ জে‌লে‌কে ছে‌ড়ে দেয়ার ব‌্যাপা‌রে জান‌তে চাই‌লে ফাঁ‌ড়ি ইনচার্জ ‌সৈয়দ মোশারফ হো‌সেন জানান,অ‌বৈধ জাল, নৌকা ১ টি ও ৯ জে‌লে‌কে তারা আটক ক‌রে‌ছেন, আটককৃতদের ম‌ধ্যে ৬ জন অপ্রাপ্ত বয়স্ক ও বৃদ্ধ থাকায় তা‌দের ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে ।
সং‌শ্লিষ্ট প্রশাসন ছাড়া তা‌দের ছে‌ড়ে দেয়ার অ‌ধিকার আ‌ছে কিনা জান‌তে চাই‌লে বিষয়‌টি এ‌ড়ি‌য়ে যায় ফাঁ‌ড়ি ইনচার্জ ।

ভোলার বোরহানউ‌দ্দি‌নে অ‌বৈধ বেহ‌ন্দি জাল সহ আটক ১২ জ‌নের ম‌ধ্যে আদাল‌তে প্রেরণ করা ৩ জে‌লে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর