স্টাফ রিপোর্টারঃবিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) কে মঙ্গলবার দুপুর ১২টায়বিমানবন্দর ইমিগ্রেশনে আটকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, চিকিৎসার উদ্দেশ্যে বেলা আড়াইটার ফ্লাইটে দিল্লি যেতে আজ দুপুর ১২টার দিকে তিনি বিমানবন্দরে যান। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।
আগামীকাল বুধবার দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাটুর অপারেশন করার কথা ছিলো বলেও জানান মেজর (অব) হাফিজ উদ্দিন।