24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত

আরও পড়ুন

ফরিদ আহমেদ, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে  (৯ ডিসেম্বর-১৪ ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩  উপলক্ষে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্বতি ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক‍্যাম্পে ডাঃ জাহিদুল ইসলামের পরিচালনায় নারী ও পুরুষের স্থায়ী ও দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রম পরিদর্শন করেন মোস্তফা কামাল, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা), ব্রাহ্মণবাড়িয়া। তিনি সেবাগ্রহীতাদের সাথে কথাবার্তা বলে তাদের বক্তব্য ও মতামত শুনেন এবং এ পদ্ধতিকে আরো গতিশীল করতে উৎসাহিত করেন।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, নবীনগর প্রেসক্লাব সভাপতি শ‍্যামা প্রসাদ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ জানান, সেবাগ্রহীতাদের মধ্যে জন্মবিরতিকরণ দীর্ঘমেয়াদী পদ্বতি ৪১ জন ও স্থায়ী পদ্বতি ৪ জন সেবা গ্রহণ করেন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ ক‍্যাম্প অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর