25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড়ে হাড় কাঁপানো শীতে জন জীবন হয়ে উঠছে বিপর্যস্ত

আরও পড়ুন

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলীয় জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে হাড় কাঁপানো শীতে জন জীবন হয়ে উঠছে বিপর্যস্ত । সারারাত ছিল  কুয়াশার চাদরে ঢাকা। আজ মঙ্গলবার সকালের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন  বলে জানিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।

সকাল ৭টা অবধি কুয়াশায় ঢাকা ছিল এ জেলার প্রকৃতি।

বিরূপ আবহাওয়ার কারনে দেরিতে হলেও ধীরে ধীরে শীত প্রকোপ বাড়তে শুরু করেছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কাছাকাছি চলে আসায় রাতের বেলা হাড় কাপানো

শীত অনুভূত হচ্ছে। প্রতি বছরের মত এবারও ছিন্নমূল, অতি দরিদ্র, সুবিধা বন্চিত শীতার্ত মানুষের জন্যে সাহায্যকারী ব্যাক্তি, সংস্হাগুলোর প্রতি সহানুভূতির হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন এ জেলার সেচ্চাসেবী সংগঠনগুলো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর