25 C
Dhaka
Thursday, October 2, 2025

বিআরটিসি ইউনিট প্রধান নারায়ণগঞ্জের  মনিরুজ্জামান বাবুর বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আরও পড়ুন

মোল্লা নাসির উদ্দিনঃ বিআরটিসি ইউনিট প্রধান নারায়ণগঞ্জের  মনিরুজ্জামান বাবুর বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

মোঃ জামসেদ আলী, ম্যানেজার অপারেশন বরিশাল বাস ডিপো এর অভিযোগ সূত্রে জানা যায় , মোঃ মনিরুজ্জামান বাবু মতিঝিল বাস ডিপোতে থাকা কালীন  ৩ কোটি টাকা আত্মসাৎ এবং ২০১৭ সালে মাওয়া- চর জানাজাত/মঙ্গলমাঝি রুটের ফেরী ভাড়া ভাউচার করে ১৫-১২-২০২০ সালে, ডাচ বাংলা ব্যাংক লিঃ এ নিজ ব্যক্তিগত একাউন্টে ২ লক্ষ টাকা আত্মসাৎ করে।

বরিশাল ডিপোতে ২০২১ সালে দায়িত্বপালনকালে ৩ কোটি টাকা আত্মসাৎ করে। বগুড়া বাস ডিপোতে দায়িত্ব পালনকালে ২ কোটি টাকা আত্মসাৎ করে। ১৬. ০৪. ২০২৩ইং তারিখে এসি বাসের মেরামত ভাউচার দেখিয়ে ৬,৬১,৮৮৮ (ছয় লাখ একষট্টি হাজার আটশত আটাশি) টাকা আত্মসাৎ করে।

এছাড়া যাত্রাবাড়ী বাস ডিপোতে দায়িত্বপালনকালে ট্রিপচুরি করে ও ভুয়া ভাউচার দেখিয়ে ব্যাপক টাকা আত্মসাৎ করে।

এ বিষয়ে  জানতে   মুঠো ফোনে তাকে  কল দেয়া হলে তিনি বলেন অভিযোগটি মিথ্যা।অফিসে আসেন যা চাইবেন তা দিব।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর