মোল্লা নাসির উদ্দিনঃ বিআরটিসি ইউনিট প্রধান নারায়ণগঞ্জের মনিরুজ্জামান বাবুর বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
মোঃ জামসেদ আলী, ম্যানেজার অপারেশন বরিশাল বাস ডিপো এর অভিযোগ সূত্রে জানা যায় , মোঃ মনিরুজ্জামান বাবু মতিঝিল বাস ডিপোতে থাকা কালীন ৩ কোটি টাকা আত্মসাৎ এবং ২০১৭ সালে মাওয়া- চর জানাজাত/মঙ্গলমাঝি রুটের ফেরী ভাড়া ভাউচার করে ১৫-১২-২০২০ সালে, ডাচ বাংলা ব্যাংক লিঃ এ নিজ ব্যক্তিগত একাউন্টে ২ লক্ষ টাকা আত্মসাৎ করে।
বরিশাল ডিপোতে ২০২১ সালে দায়িত্বপালনকালে ৩ কোটি টাকা আত্মসাৎ করে। বগুড়া বাস ডিপোতে দায়িত্ব পালনকালে ২ কোটি টাকা আত্মসাৎ করে। ১৬. ০৪. ২০২৩ইং তারিখে এসি বাসের মেরামত ভাউচার দেখিয়ে ৬,৬১,৮৮৮ (ছয় লাখ একষট্টি হাজার আটশত আটাশি) টাকা আত্মসাৎ করে।
এছাড়া যাত্রাবাড়ী বাস ডিপোতে দায়িত্বপালনকালে ট্রিপচুরি করে ও ভুয়া ভাউচার দেখিয়ে ব্যাপক টাকা আত্মসাৎ করে।
এ বিষয়ে জানতে মুঠো ফোনে তাকে কল দেয়া হলে তিনি বলেন অভিযোগটি মিথ্যা।অফিসে আসেন যা চাইবেন তা দিব।