25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

জেলেদের প্রচেষ্টায় তৈরি হচ্চে প্লাস্টিকের বল দিয়ে লাইফবয়া

আরও পড়ুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনর জেলেদের প্রচেষ্টায় তৈরি হচ্চে প্লাস্টিকের বল দিয়ে লাইফবয়া। উচ্চমূল্যের কারণে লাইফ জ্যাকেটের মতো নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই উত্তাল নদীতে মাছ শিকার করতে যান চরফ্যাশের  জেলেরা। এতে প্রতিবছর  ভোলার চরফ্যাশন এলাকার অনেক জেলে নদীতে দূর্যোগ কবলে পড়ে অকালে প্রাণ হারাচ্ছেন। এ অবস্থায় নদীতে জাল নিজেদের নিরাপত্তার জন্য জাল ভাসিয়ে রাখার কাজে ব্যবহৃত প্লাস্টিকের বল দিয়েই তৈরি করেছেন  লাইফ জ্যাকেট বা লাইফবয়া।

তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চরফ্যাশন উপজেলা মৎস্য অফিস।মেঘনা-তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরবেষ্টিত দ্বীপ জেলা ভোলার প্রায় ২ লাখ মানুষ নদী ও সাগরে মাছ ধরার কাজ করে  জীবন জীবিকা নির্বাহ করেন। জেলার চরফ্যাশন সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এখানকার জেলেদের কাছে নিত্যসঙ্গী হয়ে ঝড়, বাদল।

সাম্প্রতিক বছরগুলোতে জেলেদের জানমালের ক্ষতির পরিমাণ যে হারে বৃদ্ধিপেয়েছে তা থেকে মুক্তি পেতেই তারা নিজেদের নিরাপত্তায় এ ধরনের একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস উদ্ভাবন করে।

মেঘনা-তেঁতুলিয়ায় মাছ ধরতে যাওয়া জেলেরা জানান, নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের জীবন রক্ষাকারী জিনিসপত্রের দাম উচ্চমূল্য হওয়ায় সব ট্রলারে লাইফ জ্যাকেটসহ নিরাপত্তা সামগ্রী থাকে না। সে তুলনায় এটি বেশ সাশ্রয়ী এবং  মৃত্যুর ঝুঁকি কমাতে বেশ নিরাপদ।  যেখানে একটি লাইফবয়া বা লাইফ জ্যাকেট ক্রয় করতে এক থেকে পাঁচ হাজার টাকা গুনতে হয়; সেখানে এই ভাসমান বল দিয়ে তৈরি লাইফবয়ায় খরচ হয় মাত্র চার থেকে পাঁচশ টাকা।

জেলেরা জানান, ২০ প্লাস্টিক বল দিয়ে একটি লাইফ বয়া তৈরি করা যায়। এতে ঝড় বাদলের সময় একটি লাইফবয়ায় দুই থেকে তিনজন জেলে নদীতে অনায়াসে ভেসে থাকতে পারেন।

জেলেদের নিজস্ব ব্যবস্থাপনায় কম খরচে লাইফবয়া তৈরির প্রশিক্ষণ দেয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ওই সংস্থার প্রোগ্রাম অফিসার বাবু অশোক কুমার রায় জানান, এখন জীবন রক্ষার তাগিদে জেলদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই লাইফবয়া তৈরি কৌশল।

এ যাবত আমরা ভোলার চরফ্যাশন ও মনপুরা উপকূলীয় এলাকায় মোট ১৬৮ জন জেলেকে এ বিষয়ে প্রশিক্ষক দিয়েছি। সামনে আরও ৭ হাজার জেলেকে এ বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে।

মনপুরা ক্ষুদ্র জেলে সমিতির সভাপতি নাসির মহাজন জানান, যদি প্লাস্টিকের বল দিয়ে তৈরি এই লাইফবয়ার কৌশল দেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায় তবে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মৃত্যুর হার অনেকটা কমানো যাবে।

নিজস্ব ব্যবস্থাপনায় লাইফবয়া তৈরির কাজকে স্বাগত জানিয়েছেন চরফ্যাশন উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, তিনি বলেন, জেলেদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে এর পরিধি কিভাবে আর বাড়ানো যায়, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর