26 C
Dhaka
Thursday, October 2, 2025

ফ্লাইওভারে দুর্ঘটনায় চসিক মেয়রের গাড়ি, আহত ২

আরও পড়ুন

প্রিন্স আচার্য্য:::

নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিএন্ডবি কলোনি অংশে এই দুর্ঘটনা ঘটে। এতে চসিক মেয়রকে প্রটোকল দেওয়া পুলিশ ভ্যানে থাকা দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আবদুল কাদের ও মো. দিদার।
আহত পুলিশ সদস্য আবদুল কাদের জানান, বাসা থেকে করপোরেশন অফিসে যাচ্ছিলেন মেয়র। সে সময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ফ্লাইওভারে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা ঘটে। ব্রেক করার ফলে সামনে থাকা পুলিশের গাড়িটিতে জোরে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। তখন একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়ে।
জানা যায়, মেয়রের গাড়িটি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর